ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মনোজদের অদ্ভুত বাড়ির সকল সদস্য।

আনন্দমেলায় আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রকাশিত হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। যাদের ছেলেবেলাটা আশি-নব্বইয়ের দশকে বা তারও আগে কেটেছে তারা সকলেই উপন্যাসটির সঙ্গে সুপরিচিত। কম বেশি সকলেরই ছেলেবেলার স্মৃতি অত্যন্ত মধুর। বারবার ফিরে যেতে মন চায়। আর ছেলেবেলার সেই স্মৃতির পথ ধরেই এবার হাঁটলেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রজাপতি বিস্কুটের পর উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় পরিচালকের পরবর্তী ছবি মনোজদের অদ্ভুত বাড়ি। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখায় যে নির্মল ভাবটা ফুটে উঠেছে সেটাকেই এই ছবির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। গল্পটা এতটাই সুন্দর এবং আকর্ষণীয় সেখানে কোনও রকম অবাঞ্ছিত বদল আমি ঘটাইনি।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x