আজ মহালয়া। শুরু হল দেবীপক্ষ। আজ অশুভ শক্তির বিনাশ করে, শুভ শক্তি প্রতিষ্ঠার দিন। নতুন শুরুর দিন। নারীশক্তির হাত ধরে উত্তরণের দিন। রেডিয়োর তরঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অপার কন্ঠে আশ্বিনের শারদপ্রাতে বেজে ওঠে আলোকমঞ্জীর। গতবছর এইদিনেই আরেক মেয়ে ইমন চক্রবর্তীর কন্ঠে রেকর্ড হয়েছিল তার গাওয়া প্রথম প্লে-ব্যাক ‘তুমি যাকে ভালোবাসো’। ‘প্রাক্তন’ ছবিতে অনুপম রায়ের কথা ও সুরে ইমনের গাওয়া এই গান দর্শকদের কাছে পৌছনোর পরে পরেই চলে যায় পছন্দের তালিকার শীর্ষে। বাসে-ট্রেনে, ড্রয়িংরুমে, কিংবা এই শহরের পুরনো প্রেমে এই গান হয়ে ওঠে সর্বক্ষণের সঙ্গী। সোশাল নেটওয়ার্কে ‘তুমি যাকে ভালোবাসো’ -র শ্রোতাদের গুন গুন গুঞ্জন, মানে লাইক, এ পর্যন্ত ছাড়িয়ে গেছে ১০ লাখেরও বেশি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী উষা উত্থুপ এই গানটিকে tribute দিয়ে তৈরি করলেন এর একটি ইংরাজি ভার্শন। লিলুয়ার মধ্যবিত্ত পরিবারে, রবীন্দ্রসঙ্গীত আর লোকগীতি নিয়ে এগিয়ে চলার মাঝে অরিজিনালস্ গাওয়ার এই হঠাৎ সুযোগ বদলে দিল ইমন চক্রবর্তীর জীবন। কন্ঠের অসাধারণ জাদুতে প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইমন। ‘প্রাক্তন’ জায়গা করে দিল নতুনকে। আর আরও একবার জয় হল নারীর।
© windowsproductions.com. All Rights Reserved
Top wpDiscuz