এবার মরলে গাছ হবো

‘ইচ্ছে’ থেকে ‘প্রাক্তন’ ধারাবাহিক ভাবে, দর্শকমনে বাঙালিয়ানার স্বাদ জুগিয়ে আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইনডোজ’। এবার ‘উইনডোজ’ লঞ্চ করলো তার নতুন মিউজিক লেবেল ‘উইনডোজ মিউজিক’, সঙ্গে নিয়ে অনুপম রায়ের নতুন অ্যালবাম ‘এবার মরলে গাছ হবো’। ‘উইনডোজ মিউজিক’-এর যাত্রা শুরু হল অনুপম রায়ের এই একক অ্যালবাম দিয়েই। অ্যালবামটিতে রয়েছে মোট ছটি গান। যার মধ্যে চারটি গানের কথা, সুর ও কন্ঠ অনুপমের নিজের। বাকি অনুপম রায়ের গাওয়া অন্য একটি গানের কথা লিখেছেন তিলোত্তমা মজুমদার এবং সেটিতে সুর দিয়েছেন উপল সেনগুপ্ত। অ্যালবামটিতে রয়েছে আরও একটি চমক। কিংবদন্তী বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’ –র ‘চৈত্রের কাফন’ গানটি রয়েছে অনুপম রায়ের কন্ঠে। আগামী ১৪ ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে’র দিন অনুপম রায় এবং তার টিম লাইভ থাকছে রাজারহাট, সিটি সেন্টার টু তে সঙ্গে নিয়ে তাদের নতুন অ্যালবাম ‘এবার মরলে গাছ হবো’। আপনারাও আসছেন তো?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x