পুরনো প্রেম, শহরের ঐতিহ্য, তিলোত্তমার নতুন রূপ, আর দীর্ঘ ১৫ বছর পর জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছেন আরেকটা মাস্টারপিস্, ‘প্রাক্তন’। মুক্তির আগেই থেকেই প্রাক্তনের মরসুম শুরু হয়ে গিয়েছিল গোটা শহর জুড়ে। এরপর একই দিনে, ২৭ শে মে, ‘প্রাক্তন’ কোলকাতা ও ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে মুক্তি পায়। মুক্তির পরে পরেই প্রেক্ষাগৃহ থেকে উপচে পড়তে থাকে ভিড়। দর্শকদের কান্না হাসির জোয়ারে ‘প্রাক্তন’ হয়ে ওঠে বাস্তবের গল্প। ছুঁয়ে ফেলে দাম্পত্য জীবনের শিকড়। ‘প্রাক্তন’ নামের পরশপাথরের ছোঁয়ায় নতুন করে প্রাণ পেল শহর-মফঃস্বলের সিঙ্গেল স্ক্রিনগুলো। এরকমই একের পর এক রেকর্ড ভাঙতে ভাঙতে, আর ইতিহাস গড়তে গড়তে ১০০ দিন পেরিয়ে গেল ‘প্রাক্তন’। এদিকে বাতাসে পুজোর গন্ধ, শহর প্রস্তুতি নিচ্ছে রঙিন হয়ে সেজে ওঠার। চলছে জোর কদমে কেনাকাটা। ঠিক এরকম সময়েই পুজোর মরসুমের সাথে মিলেমিশে গেল ‘প্রাক্তন’। ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় টুইট করলেন- “এবার পুজোয় প্রাক্তন-কে গায়ে জড়িয়ো…”। বাজারে এলো প্রাক্তনের টি-শার্ট। বিভিন্ন রঙের টি-শার্ট এবং তাদের গায়ে আঁকা কোলকাতার নকশা। কোনোটায় আবার লেখা রয়েছে পছন্দের ‘প্রাক্তন’-এর গানের লাইন। সব মিলিয়ে কোলকাতাপ্রেমীদের জন্য এ এক অনবদ্য উপহার। প্রাক্তনের সাথে যৌথ উদ্যোগে ‘Unspun’ নামক একটি সংস্থা গত ১২ ই সেপ্টেম্বর লঞ্চ করলো ‘প্রাক্তন’-এর টি-শার্ট। সংস্থার কর্ণধার ড. সোম-এর মতানুযায়ী শুধুমাত্র কোলকাতাতেই নয়, অনলাইন শপিংয়ের সুবাদে ‘প্রাক্তন’ টি-শার্টের চাহিদা বাড়ছে পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিদের কাছেও। তাদের এই চাহিদার কারণ অবশ্য একটাই, কোলকাতা থেকে এতো দূরে থেকেও পছন্দের বাংলা সিনেমা ‘প্রাক্তন’ এর পাশাপাশি তাঁরা পাচ্ছেন কোলকাতার স্বাদ। ভালোবাসার মানুষকেই হোক কিংবা প্রিয়জনদের, এবার তবে ‘প্রাক্তন’ টি-শার্টের আদান-প্রদান শুরু হোক প্রেমের শহর কোলকাতায়। পছন্দের ‘প্রাক্তন’ টি-শার্ট কিনে নিতে ক্লিক করুন এই লিঙ্কে – www.praktanmoviestore.com
© 2025 windowsproductions.com. All Rights Reserved
Top wpDiscuz