ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মনোজদের অদ্ভুত বাড়ির সকল সদস্য।

আনন্দমেলায় আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রকাশিত হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। যাদের ছেলেবেলাটা আশি-নব্বইয়ের দশকে বা তারও আগে কেটেছে তারা সকলেই উপন্যাসটির সঙ্গে সুপরিচিত। কম বেশি সকলেরই ছেলেবেলার স্মৃতি অত্যন্ত মধুর। বারবার ফিরে যেতে মন চায়। আর ছেলেবেলার সেই স্মৃতির পথ ধরেই এবার হাঁটলেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রজাপতি বিস্কুটের পর উইন্ডোজ প্রোডাকশন… Continue reading ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মনোজদের অদ্ভুত বাড়ির সকল সদস্য।

প্রথম ঝলকেই চমক দিল ‘মনোজদের অদ্ভুত বাড়ি’

মনোজদের অদ্ভুত বাড়ি’তে নিজের চরিত্রটা রহস্যের মোড়কেই রাখলেন আবির চট্টোপাধ্যায়। একটি শব্দও খরচ করলেন না তা নিয়ে। শুধু ১২ তারিখের অপেক্ষায় রাখলেন দর্শকদের।