একটা সময়ে শনিবার দুপুরের সঙ্গে বাঙ্গালীর এক অদ্ভুত রোমান্টিসিসম জড়িয়ে ছিল । সে ময়দানের বেঞ্চিতে চিনেবাদাম চেবানো কিংবা বসন্ত কেবিনের কাটলেট। দুপুর তিনটের বেতার নাটক কিংবা বিগার্ডেন মুখী লঞ্চে গঙ্গার হাওয়া। লিগের বড় ম্যাচই হোক কিংবা চা-পান বিরতির পর ইডেনে ম্যাজিক। হালের শনিবার যেন হারিয়ে গেছে মনিস্কোয়ারের ফুডকোর্টে, শপারস্টপের সেলে আর উইকেন্ডের লংড্রাইভে। আর তাদেরই… Continue reading ‘সম্প্রীতি’র পাখনায় ‘প্রজাপতি’র উড়ান- মিউনিখ ম্যাটিনি !