নবীন চন্দ্র দাসের রসগোল্লা উদ্ভাবনের গল্প আমবাঙালি খুব একটা জানে না আবার সেখানে লুকিয়ে আছে একটা মিষ্টি প্রেমের গল্পও, এইরকম একটা বিষয় নিয়ে গত দুবছর ধরে সিনেমা বানানোর জন্য লড়াই করে যাচ্ছিলেন পরিচালক পাভেল।
নবীন চন্দ্র দাসের রসগোল্লা উদ্ভাবনের গল্প আমবাঙালি খুব একটা জানে না আবার সেখানে লুকিয়ে আছে একটা মিষ্টি প্রেমের গল্পও, এইরকম একটা বিষয় নিয়ে গত দুবছর ধরে সিনেমা বানানোর জন্য লড়াই করে যাচ্ছিলেন পরিচালক পাভেল।
এ ছবিতেও তাঁদের চরিত্রের নাম লালটু আর মিতালি৷
পুজোয় ময়দানে তাঁদের সামনে প্রসেনজিৎ, দেব, যিশু…সম্মুখ সমরে ভয় লাগছে না? মোতিলাল নেহরু রোডে প্রযোজকের অফিসে বসে বেশ আত্মবিশ্বাসী গলায় আদিত্য বললেন, ‘‘ছবি তৈরির পিছনে অনিন্দ্যদা, শিবুদা, নন্দিতাদির মতো মাথা রয়েছে। ওঁদের ক্রিয়েটিভিটি, ব্যবসায়িক বুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি। নার্ভাস হয়েও কোনও লাভ নেই। তাই আমরা অনেকটা নিশ্চিন্তে।’’
© windowsproductions.com. All Rights Reserved
Top